সুখের আলয় শিউলি সুবাস,
রক্তের বন্ধন মোদের আবাস।
যৌথ পরিবারে ভরসার নীড়,
জীবনের স্পন্দন প্রাণের ভিড়।


মায়ের কোলে আলয়ে আসা,
নয়নের মণি সবার ভালোবাসা।
স্নেহের হাতগুলি বৃদ্ধির মাপকাঠি,
সুখের আলয়ই প্রধান চাবিকাঠি।


সময়ের সাথে আকাশে মেঘ,
সুখের আলয়ে নেই আবেগ।
নিশ্চিন্তের মাথা গোঁজার ঠাঁই,
লাগছে অঙ্গারের দগ্ধ ছাই।।


©সুব্রত নন্দী,16/10/17