কেকা নাচে পেখম তুলে,
তুমি ধরায় আসছো বলে,
অবিরাম জলের ধারায়,
বনানী ফেরে  সবুজতায়,
গগনভেদী মেঘ গরজে,
দুধের শিশু মাকে খোঁজে,
মেঘের ঢালা শ্রাবন ধারায়,
জগৎ স্নাত ,পরান জুড়ায়,
নিম্নচাপের প্রকোপ হলে,
ভূবন ভাসে বানের জলে,
চাতক পাখি আকাশ পানে,
করুণ দৃষ্টি তৃষার টানে,
জীবের প্রাণ তোমার হাতে,
থাকবো মোরা প্রাণের সাথে,
আমরা সবাই তোমার সাথী,
তুমি তো মা মোদের সারথী!


©সুব্রত নন্দী,10/10/17