মনটা বিক্ষিপ্ত অজানা আশংকায়,
জীবন যে নতুন দিশা চায়,
পুরাতনী স্মৃতি কাঁটছে আঁকিবুকি,
কোমল মনের সীমানায়!


কত মলিন বিস্মৃতি জাগ্রত আবার,
স্মৃতির দোরগোড়ায়,
জীর্ণ ক্যানভাসে লেগেছে রং,
জীবন্ত রূপে উজ্জ্বলতা ফিরে পায়!


বৃথা চেষ্টা নতুন প্রাণের সন্ধানে,
সাগর যে শুকাতে চায়,
পথভ্রষ্ট ক্লান্ত ক্ষুধার্ত পথিক,
যদি মেলে ঠাঁই নতুন ঠিকানায়!


মনের আধারে নেমেছে আঁধার,
দিকভ্রান্ত অবচেতন মন,
মাঝদরিয়ায় ডুবন্ত নাও,
অসহায় মাল্লা খোঁজে মুক্তির উপায়!


©সুব্রত নন্দী,11/11/17