অনুভূতিকে নিজস্বীতে বন্দী করা সহজ নয়,
জৈবিক নিবৃত্তিকে অস্তিত্বহীন করতে যে হয়।
আকর্ষণকে নির্নিমেষে ছিঁড়ে ফেলা এতো সোজা নয়!
চাওয়া পাওয়ার মাঝে নিজের নিষ্ক্রিয়তা ত্যাগের পরিচয়।
শ্রেষ্ঠত্ব পেতে হলে কী ভাবে সমৃদ্ধ করতে হয়?
সেটা অনুমান সাপেক্ষ,কিছু কথোপকথন রয়।
ভালোবাসার চাবিকাঠি ঠিক কী?
তা অনুধাবন করা এতটা সহজ নয়।

ক্যানভাসের প্রতিচ্ছবির উন্মেষ অনুভূতির অসংখ্য ছোঁয়ায়,
ঐকান্তিক ইচ্ছায় অনুভবের মেলবন্ধন ঘটায়।
যেখানে থাকে না ক্ষণিকের জাগতিক সুখ!
আসে না দেনাপাওনার অচিন পাখির মুখ!


চিন্তাভাবনা সম্পূর্ণ ব্যক্তিগত অনতিক্রম্য ভাবানুবেগ,
বহু প্রতীক্ষিত স্বপ্নকে বন্দী রাখাই নিষ্ক্রিয়  আবেগ।
আর সেই বিশ্বাসের আস্তানায় ভর করে উজানে ভাসা,
একদিন সঠিক মূল্যায়ন হবে তোমার অব্যক্ত ভাষা।