বন্ধুত্ব
-------
০১/০৪/১৮


বন্ধুত্ব শব্দের মধ্যে আছে বিশ্বাস।
ভালোলাগার মেলবন্ধন।
জীবনের প্রতিক্ষণে এই ভরসাস্থল খুঁজে বেড়াই।
কখনো পাই,আবার কখনো পাই না।
সঠিক বন্ধু পাওয়া ভাগ্যের!
হয়তো আংশিক সত্য।
প্রকৃত বন্ধু পেতে নিঃস্বার্থ হওয়া জরুরি।
কোনো বিশেষ চাওয়া পাওয়ার মধ্যে আবব্ধ না থাকাই ভালো।
অবিশ্বাসের বাতায়নে বন্ধুত্বের স্থান নেই।
কারণ বিশ্বাসের ভীতেই বন্ধুত্বের ইমারত গড়ে ওঠে।
একদিনে যেমন রোম শহর গড়ে ওঠেনি।
একদিনে বন্ধুত্বের বুনিয়াদ গড়া যায় না।
এটা দীর্ঘসূত্রতার ফল।
ভালো মন্দ,পছন্দ অপছন্দের মধ্যে দিয়েই গড়ে ওঠে।
বাস্তব জীবনপথ বড় বন্ধুর,
যে কোনো সময় হোঁচট লাগতে পারে।
কিন্তু প্রকৃত বন্ধুই পারে সঠিক রাস্তার দিকনির্দেশ।
হাতে হাত ধরে চলার পথ সহজ করতে।
তাই ভালোলাগার জায়গা থেকে বন্ধুত্ব খুঁজি।
একদিন ঠিক অমূল্যরতন পেয়ে যাব।


কলমে-সুব্রত নন্দী।
**আজ এপ্রিলফুল হলেও বন্ধুত্বফুল।এই ফুল মানে পরিপূর্ণ।