রুদ্ধ গগন ,বন্ধ্যা জগৎ,
দেশটার তো বেজায় বিপদ!
মিলছেনা আর কিছুই শুদ্ধ,
মুক্ত অঙ্গন জঞ্জালে আবদ্ধ!


নব্য জীবন ডাকছে বিনাশ,
পৃথ্বী ভরা বিষাক্ত বাতাস,
শস্য শ্যামলা দেশটা কোথায়?
ঋণের বোঝা জাতির মাথায়!


রুক্ষ ধরা জ্বলছে ফসল,
চাষীর চেষ্টা হচ্ছে বিফল,
শৃংঙ্খলিত সবুজ ভাবনা,
ফিরবে কি মোদের চেতনা?


©সুব্রত নন্দী,14/10/17