*********ধর্ম-বিধর্ম*********


ধর্মের ধ্বজা তুলে কী বোঝাতে চাস?
ধর্মকে বাঁধছিস কেনো বিধর্মের ফাঁস।
রক্তের খেলায় মেতেছিস সবাই,
রক্তকণিকার কোনো ধর্ম হয়না ভাই!


ধর্মকে আনিস না মানুষের মাঝে,
ধর্ম রক্ষা তোদের না সাজে!
জীবনকে ছুটতে দে আপন পথে,
ধর্মের সঠিক মূল্যায়ন হবে তাতে।


মানবধর্ম ঈশ্বরের সেরা উপহার,
সেটাই শেখা মানুষকে আবার।
বিভেদ ভুলে আঁখিপাতা খোল!
ধর্মের দলাদলি মন থেকে ভোল।


©সুব্রত নন্দী,