আমি তাকিয়ে থাকি মহাশুন্যের  দিকে!
খুঁজে ফিরি বিধাতারে!
কেমনে সম্ভব এই নিখুঁত সৃষ্টি শৈলী!
নিচিন্ত সকল জীব তোমার ছায়ার তলে!


আমি তাঁকিয়ে থাকি বিশ্ব সংসারে!
খুঁজে ফিরি প্রিয়তমারে!
কেমনে সম্ভব এই নিপুন ছলনা!
বিশ্বাসের বন্ধন গড়েছিলাম প্রেমের নীড়ে!


আজো ফিরি তোমার লাগি!
আজো খুঁজি তোমার সঠিক উৎস!
ডুবছি নিরন্তর তোমার অন্তরে!
একটিবার দৃষ্টি ফেরাও আমার তরে!


©সুব্রত নন্দী,0২/১০/১৭