চোখে দেখেছিলাম সোনালী রোদ্দুরের আশ্বাস,
সম্পর্কের সাঁকোর মেলবন্ধন ঘটিয়ে ভরসার প্রয়াস,
হাত বাড়িয়ে ধরতে চেয়েছিলাম অমোঘ  আকর্ষণ!
অরুণোদয় উৎসের সন্ধানে এগিয়ে চলে হৃদস্পন্দন,
ঊষার কিরণে ভাস্বর তোমার উজ্জ্বল উপস্থিতি,
অন্তহীন ভালোবাসায় সিক্ত শাশ্বত প্রেমের গতি,
সময়ের সাথে এগিয়ে চলে ঐকান্তিক ভালোবাসা,
আরও শক্ত ভিতের মাঝে জাগতিক প্রত্যাশা -
অবশেষে শূন্যতার দীর্ঘশ্বাস সীমান্তের অন্ধ গহ্বরে,
স্বপ্নভঙ্গ মনোবাঞ্ছা! গুমরে কাঁদে অবিশ্বাসের দুয়ারে।
সমান্তরাল ট্রাম লাইনের মাঝে দূরত্বটা বাস্তব!
বিবর্ণতার ক্যানভাসে উপলব্ধিরা এখনও বড্ড শৈশব!