রামধনুর রং লাগছে ফিকে,
আসমানের হয়েছে অসুখ!
মৃদু সমীরণও বইছে না আর,
কপোত কপোতী শ্বাসরুদ্ধ!
বাড়ছে দিনে রাতে অস্বস্তি,
অচেনা পারিপার্শিক পরিবেশ!
আকাশ বাতাস লাগছে দূষিত,
কাল বৈশাখীর আস্তরণ সর্বত্র!
আলোক প্রভা প্রায় অস্তমিত,
বিষাক্ত আবহওয়া,বন্ধ্যা জগৎ!
ধীরে ধীরে নেতিয়ে পড়ছে সব,
বিশৃঙ্খল কবে হবে সুশৃঙ্খল?


©সুব্রত নন্দী