আজ এখানে আমার শততম কবিতা।
কিন্তু পৃথিবীর আজ সবচেয়ে বড় সমস্যা আজ আমরা নিজেই।  তাই আজ এ ছাড়া সবাইকে সচেতন করা ছাড়া কিছুই মনে পড়ল না।      


একটিবার ভেবে দেখো
সুব্রত নন্দী
২৯/০৬/১৯


বোধগম্য হয়নি আজও,
কী হারাতে চলেছ?
আর অবশিষ্টাংশ কতটুকুই বা?


নিজেকে নিয়ে ব্যস্ত সকল,
ভুলে গেলে প্রস্ফুটিত শ্রেষ্ঠ জীবের উদ্দেশ্য?
নিঃশব্দে ঐচ্ছিক মৃত্যুমিছিল সম্মুখে–


রঙিন পৃথিবীকে ধূসর আস্তরণে ঢেকে,
নিজেকে রাখলে আজকের মতো সুখে!


নির্মল বাতাসে আজ আকণ্ঠ শ্বাসরুদ্ধকর জলবায়ু।
তহবিলের তছরুপ ক'রে গেলে আজীবন।


উৎকৃষ্ট জীবের এই পরিণতি?
আগামীর কালো ইতিহাসে তোমার ভূমিকা অপরিসীম।
আঁধারের মাঝে অসীম শূন্যতা,
মৃত্যু পদযাত্রী অবেলায়,
বিলীন হতে চলেছে ভাঁড়ার।


তুমি কী দায়বদ্ধতা এড়াতে পারবে?
নবপ্রজন্মের কাছে তুমিই তো প্রকৃত অপরাধী!
ভেবে দেখো আরেকটিবার কোন পথে আজ থেকে হাঁটবে?