আজ তুমি আছো ছবি হয়ে,
সুন্দর হাসিটি এখন ফ্রেমবন্দী।
তুমিহীন পৃথিবীটা বড্ড নিষ্ঠুর!
মায়ার সংসার লাগছে বন্ধুর।


তোমার উপস্থিতি শুধুই ফটোতে,
নির্লিপ্ত দৃষ্টি আপন সংসারে।
সঙ্গীহীন কষ্ট বুঝিনি এতদিন!
জগত সংসার লাগছে স্বাদহীন।


ফটোতে বাসি ফুলের মালা,
নীরব চাহনি আঁখিযুগলে।
সুর তাল ছন্দে লেগেছে পরশ।
বেহাগের রাগ লাগছে কর্কশ!


আজ তোমাকে দেখি ছবিতে।
কেনো হাসছো আমার দিকে?
পারছিনা এ দুখভার সইতে!
আশ্রয় দাও তোমার ফটোতে।


©সুব্রত নন্দী,