তোমার সৃষ্টি গঙ্গোত্রী হিমবাহে,
মিলন হয়েছে বঙ্গোপসাগরে।
আমরা শুদ্ধ তোমার ধারায়,
মোদের বাঁচা তোমার করুনায়।।


স্রোতের তরঙ্গ বইছে তোমাতে,
মুক্তধারা নিরন্তর দিনেরাতে।
আমরা স্নাত তোমার শুদ্ধিতে,
আমরা প্রীত তোমার অর্চনাতে।।


স্নিগ্ধ ধারায় ধরণী পুষ্ট,
তোমার আশিসে নগরী তুষ্ট।
মোদের ভুবনে তুমিই তুলনা,
বাঁচার তরে তুমিই প্রেরণা।।


©সুব্রত নন্দী