বসন্তের রেশ ধরে আসে  গ্রীষ্মকাল,
এতো নতুন কোনো ব্যাপার নয়?
প্রখর গ্রীষ্মে দগ্ধ হবে সমগ্র প্রাণিকুল|
একথা নতুন করে বলার কি আছে?


সৌর মন্ডলের করতলে এতো ভবিতব্য|
এতে আবার গবেষণার কি আছে?
হ্যা ,সত্যিই ভাবার আছে,বলার আছে||


কেন এতো বৃদ্ধিপাত সৌর দাবদাহের?
কেন এতো প্রাণপাত প্রাণীকুলের?
সত্যিই ভাবার আছে বর্তমান প্রজন্মের!
কারণটা হলো নতুন জীবনধারার|
নতুন আঙিনার মোড়কে সুখের জীবনযাত্রার||


কি বন্ধুরা?ঠিক যুৎসই হলো না তো উত্তরটা|
নতুন চেতনায় দৃষ্টিপাত করো!
দেখো:চলছে অবিরত বৃক্ষছেদন,
অনর্গল গ্যাসের নির্গমন|
দেখো:শৃঙ্খলিত মুক্ত আকাশ,মুক্ত বাতাস|
পৃথিবীর আকাশে,বাতাসে বাড়ছে উষ্ণায়ন||


©সুব্রত নন্দী.