নিজেকে রেখেছি মাথার উপর,
খুঁজে বেড়াই অন্যের ভুল!
সেরার সেরা নিজেকে ভাবতে,
অপরকে মাখাই নোংরা ঝুল!


শত শত নিজ অপরাধেও,
অন্যের ছিন্নতা খুঁজে মরি!
হাজার দোষে দোষী হয়েও ,
অন্যকে দোষী প্রতিপন্ন করি!


কঠিন পরিস্হিতির সামনেও,
নিজের সাচ্ছন্দ আগে খুঁজি!
দেশেটা রসাতলে গেলেও,
নিজের চিন্তা প্রথমে করি!


আপনারে ভাবি সবথেকে বড়,
বিদ্যা বুদ্ধিতে সবার থেকে দড়!


গুণী জন বলে গেছেন,...
"আপনারে বড় বলে বড় সেই নয়,
লোকে যারে বড় বলে বড় সেই হয়"...


তাই একটিবার আয়নার সামনে দাঁড় করিয়ে নিজেকে প্রশ্ন কর?
তুমি কি ঠিক?
শুধু নিজের তরে বাঁচা পৃথিবীর কাছে মূল্যহীন!


©সুব্রত নন্দী,23/09/17