মহামনীষীরা পাচ্ছে ঠাঁই পুরাতন বিবর্ণ ফটোফ্রেমে!
ভীত সন্ত্রস্ত শিক্ষিতরা লুকিয়ে থাকে পর্দার আড়ালে!
নকল বুদ্ধিজীবীরা পরছে মুখোশ ভন্ডরাজনীতি ধরে!
দাগি আসামীরা পাচ্ছে সম্মান সমাজের উঁচু স্তরে!
নেই সমাদর প্রকৃত গুণীর,ফেলছে ছুড়ে আস্তাকুঁড়ে!
নিষ্প্রদীপ জ্ঞানের আলো জায়গা আজ বদ্ধ খোয়াড়ে!
আসল খুনী ঘুরছে বীরদর্পে আইনের ফাঁক ধরে!
অপরাধী না হয়েও,জায়গা পাকা অন্ধ কারাগারে!
অপরাধ করেও ঘুরছে সদর্পে সমাজের স্তরে স্তরে!
জামিন পেলেই কেল্লাফতে ঢুকছেনা আর কারাগারে!
সময় হয়েছে আবার ভাবার,নতুন চেতনায় সমাজ গড়ার!
ভাঙরে সব বেঠিক যত ,সঠিক রাস্তা ধরে!


©সুব্রত নন্দী,27/09/17