পৃথিবীর বুকে আমার পরিচয়  মানুষ।
বসুধার সর্বোচ্চতম জীব।
মান ও মর্যাদা সম্পন্ন বিশিষ্ট প্রাণী।
প্রাণীজগতের শ্রেষ্ঠ জ্ঞানের  আধার!
আমি মানুষ।মান আছে,তবে হুশ কম!
অবাক করা গরিমা।
প্রখর বুদ্ধিতে আমি অজেয়।
তাই সবার মাথার উপর আমি।
ধরিত্রীর দন্ডমুন্ডের হর্তা কর্তা বিধাতা!
সমগ্র প্রাণীকূল আমার পদগত।
আমি মানুষ,জগতের শ্রেষ্ঠ বুদ্ধিদীপ্ত প্রানী।
পরমাণুর বিদ্যাবলে একমুহূর্তে পৃথিবীকে ধ্বংসের মুখ দেখাতে পারি।
আমি যে প্রবল পরাক্রমশালী মানুষ!
কিন্তু প্রকৃতির ধ্বংসলীলায় আমি অসহায়!
অবলীলায় আত্মসমর্পণ করি প্রকৃতির কাছে।
সমাজের শ্রেষ্ঠ শিরোপা ভূলুণ্ঠিত প্রকৃতির কাছে!
বাঁচার তাগিদে ঈশ্বরের কৃপাপ্রার্থী!
আমি মান ও হুশ  সম্পন্ন মানুষ!


©সুব্রত নন্দী,