তোমার নকল অভিনয় কী
আমায় ভোলাতে পেরেছে?
বৃথা চেষ্টা,শুধুই রংমহল!


তোমার নয়নজল কী
আমার হৃদয় ভাসাতে পেরেছে?
ব্যর্থ অশ্রুপাত,শুধুই প্লাবন!


তোমার সন্ধিগ্ধ মন কী
আমায় আপন করেছে?
বৃথা চেষ্টা শুধুই নকল মনস্কাম!


তোমার প্রেমের ভাষা কী মরুদ্যানের খোঁজ দিতে পেরেছে?
বৃথা সৃষ্টি,শুধুই আঁকিবুঁকি।


তোমার প্রেমের গান কী
আমায় মুর্ছনায় ভরিয়েছে?
ব্যর্থ চেষ্টা,সুরই পথভ্রষ্ট হয়েছে!


তোমার মনের তুলি কী আমার হৃদয় আঁকতে পেরেছে?
জীর্ন ক্যানভাস আরো মলিন হয়েছে!


তোমার প্রাণ কী আমার সাথী হোতে পেরেছে?
জানি কোনোদিনও পারেনি।


©সুব্রত নন্দী, ০৮/১২/১৭