বারুদের বিষাক্ত গন্ধ চতুর্দিকে।
কামাতুর নলের উৎসে চড়ুই।
নিষ্পাপ শরীরে বিঁধবে তপ্ত গোলা।
ক্ষত বিক্ষত অর্ধমৃত শরীর।
জমাট তাজা রক্তের দাগ।
নষ্টার তিলকে আগামী যাত্রা!
ক্ষমতার উৎস বারুদের নল!
অর্থই সমাজের আসল সম্পদ।
নিষ্পাপেরা পারেনি মুক্ত হতে!
মরছে দিনেরাতে মনুষ্যত্ব লোপে।।


©সুব্রত নন্দী, ১৬/১১/১৭