মত পাল্টাবে কি?
কলমে-সুব্রত নন্দী।


তুমি কি পারো না আবার প্রেমের বন্ধনে জড়াতে?
হলুদ পাতায় সবুজের রঙ ধরাতে!
এখনো হয়নি শেষ,রামধনুর সাতটি রঙ!
প্রেমের আচঁল বিবর্ণ হচ্ছে সবে সবে।


তুমিকি পারো না নতুন করে ভাবতে?
পুরাতনী ভালোবাসার আবাস্থলে ফিরতে।
এখনো সিলিন্ডার হয়নি সবটা খালি!
গ্যাসের অবশিষ্টাংশ আছে স্মৃতিসৌধ হয়ে।


সেই ক্ষীণ তাপেও লাগবে স্নিগ্ধ প্রেমের ছোঁয়া,
এটাই হবে জীবনের শেষ পাওয়া।
আরাকটি বার ভেবে দেখো আয়নার বাইরে এসে!
তোমার পুরাতনী ভাবধারার পরিবর্তন করবে কি না?