মুক্তি
সুব্রত নন্দী
৩০/০৫/১৮


বেঁচে থাকার মন্ত্র কী আছে জানা?
চুপ সব,বলতে আছে মানা,
সাদাকে সাদা কালোকে কালো,
বলতে পারলে হবে না ভালো!


জীবনকে ভাসিয়ে দে রাজার মাঝে,
না হলে অনেক দুর্ভোগ লেখা আছে।
মুখোশ পরে রঙহীন থাকবি ভবে!
মানুষ আবার মানুষ হয়েছে কবে?


কেমনে সইবি ধরিত্রীর মিথ্যাচরণ?
কেমনে করবি অবাধ বিচরণ?
ভেবে দেখ্, মাকড়শার জালে রুদ্ধ হবি?
না জাল ছিঁড়ে নতুনভাবে ধরাতে বাঁচবি?