কতো আশা,কতো ভালোবাসা,
শৈশবে পেয়েছি কলরবের বাসা।
মায়ের স্নেহের হাত ধরে,
বসেছিলাম নব আনন্দ ঘরে।।


সেদিনটা এখনও হয়নি মলিন,
কতো বন্ধুর স্মৃতি আজও  রঙীন।
প্রথম পেয়েছি প্রাণের আলয়,
কতো স্মৃতি বিজড়িত এই বিদ্যালয়।।


ধাপে ধাপে পার হয়েছি শ্রেণীর সিঁড়ি,
বেড়েছে শিক্ষা বোঝার বেড়ি!
কতো সমব্যথার সাক্ষী মোরা,
মোদের সখ্যতা ছিল হৃদয় ভরা।।


বাড়ির ছাড়পত্র শুধু একটি নিশিযাপন,
সরস্বতী পুজোতে আমরা কজন।
নিষ্ঠাভরে দিয়েছি প্রভাতী অঞ্জলি,
মায়ের পায়ে মোদের শ্রদ্ধাঞ্জলি।।


কতো লেখালিখি পরীক্ষার পাতায়,
ফিরবে কি সম্মান,ফলের খাতায়?
অজানা আশংকায় কাটতো সারাদিন,
যদি না ফেরে পরীক্ষায় সুদিন?


আজও বহু স্মৃতি মনকে জাগায়,
আছে অনেক সজীব পরিচয়!
কি করে ভুলি শিক্ষকের অবদান?
আজও স্মৃতিগুলি সমান বিরাজমান।।


©সুব্রত নন্দী ,02/09/17