আমার উমার জন্ম আস্তাকুঁড়ে,
চরম দারিদ্রের হাত ধরে,
তোমার উমার জন্ম উচ্চঘরে,
ঐশ্বর্য আর বৈভবে ভর করে,


আমার উমা হয়েছে নিরক্ষর,
সুযোগ ঘটেনি বইয়ের সাথে!
তোমার উমা হয়েছে সাক্ষর ,
বহু চেষ্টা,অর্থ অপচয়ের পরে!


আমার উমা করছে লড়াই,
নিরন্তর অভাব অনটনে পড়ে!
তোমার উমা করছে বড়াই,
রূপের দেমাকে ভর করে!


আমার উমা করছে আশা,
সামান্য মাথা গোজার ঠাঁই!
তোমার উমার অতি উচ্চাশা,
আবার বিদেশ ভ্রমণে যাই!


আমার উমার দিনে নেই দাম,
রাতে হয় বাবুদের কাছে দামী!
তোমার উমার দিনেরাতে দাম,
সবার কাছে বিদুষী নারী!


আমার উমা অভুক্ত থাকে,
জোটেনা দিনে সামান্য খাবার!
তোমার উমা নষ্ট করে প্রতি পাতে,
কৃষকের অমূল্য খাদ্যভান্ডার!


©সুব্রত নন্দী,25/09/17