ডাকছে বনধ হচ্ছে অবরোধ,
স্তব্দ রেল রুদ্ধ জনপদ,
বাড়ছে ক্লান্তি চলছে কষ্ট,
মূল্যবান সময় শুধু শুধু নষ্ট!


মানুষ হচ্ছে মানুষে বিভ্রান্ত,
সঠিক পথটা সবাই যদি জানতো?
বিরক্তি আর যন্ত্রনায় ভরা,
সমাজ কী আজ মনুষত্বে খরা!


অসহায় মানুষ খুঁজছে দিশা,
নেই আজ মানুষে ভরসা?
সম্মুখের রাস্তা কন্টকে মোড়া,
অন্ধকারময় জগৎটা খোঁড়া!


©সুব্রত নন্দী,13/11/17