সম্মুখে দাঁড়িয়ে অদৃশ্য কালোত্তীর্ণ মহাকাব্য,
ক্ষয়িষ্ণু পৃথিবীতে ফাগুনের ভূমিকা গুরুত্বহীন এখন,
গৃহবন্দীর পাটে সাজানো সংসারে অনাকাঙ্ক্ষিত অধ্যায়,
হয়তো প্রাসঙ্গিকতা হারিয়ে অপ্রকাশিত থেকে যেত অহংকার!
হয়তো বা দাম্ভিকতার অলংকারে সজ্জিত হতো উত্তরণের সিঁড়ি;
সবকিছুই ধূলিসাৎ অনামী কালবৈশাখীর ঝড়ে -
ভাবত না কোনোদিন বিষবাষ্পের আত্মসমর্পণ!
আত্মগরিমাকে পূর্ণাঙ্গ চিত্ররূপ দিয়ে আরও এগিয়ে চলা -
অজান্তেই অন্ধকারে নিমজ্জিত আগামীর সংকল্প!
ক্ষমতার আস্ফালনের পরিসমাপ্তি;
কী প্রাচ্য, কী প্রতীচ্য!
দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে সরলরৈখিক অবস্থানের মেলবন্ধন!
অদৃশ্য ঈশ্বরকণার সম্মুখে দাঁড়িয়ে অসহায় বিশ্বমানব সংসার।