কোমর বন্ধনী অসহায় আজ,
বন্ধনের রাস হচ্ছে আলগা..
বৃথা চেষ্টা বন্ধনীর ঘর বাড়িয়ে!
দ্রুত খসে পড়ছে আস্তরণ!


রঙিন বন্ধনীতে নেই তেজ?
সাধ্যি কি আছে রাখতে গন্ডিতে?
রাসহীন বল্গাঘোড়া ছুটছে তীব্রগতিতে..
অসহায় অচিনপাখি তাঁকিয়ে স্থির দৃষ্টিতে....


কম্পিত ওষ্ঠের ছোঁয়ায় শিহরিত!
মনোমোহিনী রূপে মোহিত দুনিয়া...
মানুষ ছুটছে ফানুস হয়ে,
মনপাখির খাঁচায় বন্দি হয়ে!


©সুব্রত নন্দী,28/10/17