অসহায়
-----------
সুব্রত নন্দী
০৭/০৪/১৮


জানি তুমি আর ফিরবে না?
আপেক্ষিক গতির বাইরে!


জানি তুমি আর ভালোবাসবে  না?
স্মৃতিলোপে স্বর্গলাভ!


জানি তুমি আর দেখা দেবে না?
কৃষ্ণ গহ্বরে দাঁড়িয়ে।


জানি তুমি আর আসবে না?
স্বর্গলাভ  যদি হয়!


ডারউইনের বিবর্তন তত্ত্ব।
এতে কী মনের বিবর্তন ছিল?


আত্মা অবিনশ্বর!
তোমাকে খুঁজি কোথায়?


এই বিশ্বব্রহ্মাণ্ড বিশাল বিস্তৃতি।
আমি আজ বড্ড অসহায়!


সমুদ্রে নুড়ি কুড়িয়ে যাওয়া ছাড়া গতি নেই!
ভগ্ন মন এখন মৃত্যুর সীমান্তে!