বিষণ্ণ যাত্রাপথের শেষাংশ নিভিয়ে দাও;
আমি আর স্বপ্নের ক্যানভাস দেখতে ইচ্ছুক নই।
এখন দুঃস্বপ্নরা সম্মুখে আসছে অমাবস্যার চাঁদের মতো–
কলঙ্কিত অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাও।
জানি চাঁদেরও কলঙ্ক থাকে!
কিন্ত পূর্ণিমায় সে-ও তো উদ্ভাসিত;
এমনকি আসমুদ্র জলরাশির জোয়ার ভাঁটাকে প্রভাবিত করে;


কিন্তু আজ আর কেউ  প্রভাবিত হয় না!
আজ ন্যূনতম দাবিও কারোর নেই;
পাঁজর ভাঙ্গা জীর্ণশীর্ণ অস্থিসার কাঠামোর বিন্দুমাত্র ভূমিকা নেই।
আমি ডাইরির শেষ পর্বের যবনিকাপাত চাই।
তুমি আজ অন্তত মুখ ফিরিয়ে রেখো না।
আমাকে সুস্থ সংস্কৃতির সাথে ওপারে বাঁচতে দাও।