রক্তই শেষ কথা
০৯/০৩/১৮


বিশ্বময় ধর্মপ্রবর্তক দিগভ্রান্ত।
কার সাথে কে হবে আসল সাথী?
রাম রহিমের মহা যাতনা।
ভালো করার মন্ত্র কোথায়?
রক্তের খেলায় মেতেছে কিছু ধর্ম উন্মাদ!
এরাই নাকি ধর্মের সরব উপাসক!
নির্বোধ জনগণ মরে ধর্মের পাকেচক্রে।
কিসের দ্বন্দ্ব, কিসের বিভেদ?
আমরা মানুষ, এটাই পরিচয়।
নতুন প্রভাতে উঠুক নতুন আলো।
হাতে হাত ধরে সবাই একত্রে চলো।
রঙের খেলায় রক্তই শেষ কথা।
সেই রঙে নেই প্রভেদ,আছে শুধু লাল রক্ত!
বৃথা করি মানব রক্তের অপমান।


©সুব্রত নন্দী