আমার কথা হারিয়ে গেছে,এপারের খেলাঘরে।
ভারাক্রান্তমন চলে গেছে,ওপারের  সংসারে।
আমি খুঁজে খুঁজে ফিরি ওপারের নীল গগনে।
যদিবা পাই আবার তোমার দেখা!
বন্ধনের মাঝে আজ আমি বন্ধনমুক্ত।
জীবনপথে হয়েছি মুক্তহারা।
মায়ার সংসার লাগছে অচেনা।
নেই শুধু তুমি,পড়ে আছে স্মৃতিকণা।
যেদিকে তাকাই,দেখি পুনর্বার তোমার উজ্জ্বল স্মৃতিপট।
ভ্রমি বারেবারে এইবুঝি মিলবে তোমার দেখা!
আমার নয়ন জল শুকিয়ে গেছে,ভালবাসার মরুপ্রান্তরে....
সুন্দর পৃথিবীকে লাগছে বিস্বাদময়।
বড্ড নির্মম,বড্ড বেদনাময় এই অকাল প্রয়াণ।
নিভে যাওয়া প্রদীপে কি কখনো ফেরে আলোর সন্ধান?


©সুব্রত নন্দী, ২৪/১১/১৭


**আমার খুব কাছের বন্ধুর অকাল প্রয়াণ হয়েছে।তাই এই ব্যথাতুর কবিতার সৃষ্টি।সবাই ভাল থাকবেন।
আজ এখানেই কলম বন্ধ করছি।শুভেচ্ছা নিরন্তর। **