অঙ্কুরিত নিষ্পাপ বীজকে ফুটতে দাও।
বিষাক্ত কালো থাবার ছূ্ঁচ ফুঁটিও না!
সুন্দর পৃথিবীতে সবাইকে জাগতে দাও।
কোমল হৃদয়কে কলুষিত কোরোনা।
মুক্তপথে নিষ্পাপ মনকে খেলতে দাও।
শিশু মনকে রক্তাক্ত কোরোনা।
তোমার বিষ নজরকে রাখো সরিয়ে।
কিশলয় মনকে কলঙ্কিত কোরোনা।
কোমল শৈশবকে বাড়তে দাও  আপনমনে।
নরম অবুঝ মনকে দূষিত কোরোনা।
তোমার কুৎসিত দৃষ্টিকে প্রশমিত করো।
ছোট্ট শৈশবকে কণ্টকিত কোরোনা।
শুভ্র ফুলকে ফুটতে দাও শুভ্রতার ছাপ ফেলে।
কামোন্মত্ততার কালো ছায়া ফেলোনা।
দেখো পৃথিবীর সৃষ্টি কতো রঙিন ও সুন্দর।
শুধু একটিবার ভাব নবদিগন্তের সাথী হবে কিনা?


©সুব্রত নন্দী,