মায়ার বন্ধনে বেষ্টিত সংসার,
ছেড়ে দিতে হয় একদিন!
জমাট বাঁধা মনের অভিসার,
অতৃপ্ত রয়ে গেলো চিরদিন!


বহমান পারিবারিক বন্ধন,
আলগা হয়ে যায় একদিন!
স্মৃতির আতস কাঁচ ঝাপসা,
ভোরের সুবাস বেলায় গন্ধহীন!


শব ব্যবচ্ছেদ সর্বাঙ্গে নিরন্তর,
পারিবারিক বন্ধন প্রশ্নের দরজায়!
নিজস্ব ভাবনা বন্দী ছোট্ট খাঁচাতে,
সত্যিই কি সুখী!নতুন ভাবনায়?


©সুব্রত নন্দী ,05/10/17