স্পন্দন
----------
০৪/০৪/১৮
সুব্রত নন্দী


টানা রিক্সা চলছে টেনে টেনে।
থামাবার কোনো নির্দেশ নেই।
জীবনের স্পন্দন স্তব্ধ হলে!
টুং টুং শব্দ শুধু যাবে থেমে।


দুমুঠো অন্নের তরে এটাই প্রাণ!
বাঁচার তাগিদে কঠিন সংগ্রাম।
জীবনচক্র চাকায় আবর্তিত।
অলীক স্বপ্ন ধুলায় পতিত!


বন্ধুর পথ কিংবা ঝড়জল।
গতি হারালে দাঁড়িয়ে যাবে!
গতির তালে তাল মেলাতে,
নিজেরই গতি স্পন্দনহীন হবে!


সংগ্রামের বোঝায় ন্যুব্জ এখন।
নিয়েছে ভার অপরের বোঝার!
এখনো চলছে টুং টুং টুং.....
অজানা ভবিষ্যতের পথ ধরে।