(কাল আমি আসরে প্রথম একটা অনু কবিতা লিখেছিলাম।  তা দেখে আমাদের
আসরের এক কবি আমাকে বললেন"এইভাবে বৃথা কবিতার সংখ্যা বাড়ানোটাই
সব মনে হচ্ছে"।আমি বুঝলাম না বিষয় টা। উনি কি জানেন না যে,অনু  কবিতা
হলো অনুভবের আলাপচারিতা?)


তাই আমি তাঁকে বলবো,হে কবি-
আমি এই আসরে কবির আঁচলে নিজেকে জড়াতে আসিনি
এসেছি ফুর্তিভরে, ফুল্লমুখে কবিতার গন্ধ শুঁকতে,
যেখানে ছড়িয়ে,ছিটিয়ে আছে দৈনিক কত শত কবির
মনের আকুলতা,ব্যাকুলতা,রম্য মত,সু-বিন্যাস মনোভাবের  
সাগরে সাঁতার কাটে,সেথায় ভেসে বেড়াতে ।


আমি এই আসরে কবিতার বাসর সাজাতে আসিনি,
এসেছি কবিতার ছন্দে,জীবনের স্বপ্ন বুননের ধারাপাত
পঞ্জিকার পাতার মত,আশা ভরা খ্যাপা মেঘের কবলে,
নিজেকে ডুবিয়ে,কাব্যের বানে ভাসিয়ে, দৃষ্টিহীন আকাশের
নিষ্ঠুর সান্ত্বনা খুঁজতে ।


আমি এই আসরে অকবির কবিত্ত্ব ঝেড়ে অনু কবিতায় সংখ্যা বাড়াতে আসিনি,
এসেছি কবিতার ছবিতে,নিজের আঁকা স্বপ্ন ছবি খুঁজতে,
কবিতার ছন্দে বন্দন বুঝতে,জীবনের স্বরলিপিতে সুর ধরতে,
চলনের মানচিত্রে নান্দনিক রঙ খুঁজতে ।


আমি এই আসরে প্রতি দিবসে কবিতা চাষ করতে আসিনি,
এসেছি প্রিয় কবিদের কাব্যকথা,ভাষার প্রাচুর্যে ভরা,
নিরুত্তর প্রাণে কিছু লাইন খুঁজতে ,যেথায় রয়েছে  কেবল ,
উজ্জ্বল আরুণি, দারুণ ভাষার নিশ্চল চাকার ধরন বুঝতে ।