আষাঢ় মাসে ঈশান কোণে
মেঘ জমেছে ভারি,
কাজল কালো মেঘের তলে
গাঁও এর পল্লী নারী ।
  
পূবে বাতাসে ধেয়ে গেছে
ধানের ক্ষেতের ঢেউ ,
রাখালিয়া গরু গোয়ালে ফেরায়,
মাঠে নাইকো কেউ ।  


বিঝলি চমকে ক্ষণে ক্ষণে
আসমান ঝরায় জল রাশি,
পল্লী বধুর রুপের ঝলক
যেন রাখালিয়ার সুরেলা বাঁশি ।


কাক ভেজা  আঁচলে মুছে দিলো
পল্লী বধু,শ্যামের বদন খানি,
মেঘে ডোবা সুরুজ আড়ালে হাসে
খেলা করছে জল,বধুর রুপের প্রসাধনী ।  


জল জল জল মশুল ধারা
ঝড়ছে দিবা-নিশি ,
টিনের চালে ঝুমুর নাচে
মন যেন আজ বেজায় খুশি ।


শ্যামের সুরে গীত গেয়ে যায়
বৃষ্টির তালে তালে,
পল্লী বধু আজ আমেজে মাতাল,
জীবন পাতার পালে ।


>>>>>বরষার আয়োজন>>>>>>>


রচনা
১৫।০৬।২০১৩