প্রাচীর গড়েছি ভালোবাসা দিয়ে মনের সীমানায়,
ইমারত সাজিয়েছি উষ্ণতার আবেশে সুখের মোহনায়।
ঐশ্বর্যবেশে রেখেছি তোমায় আমার মনের মন্দিরে ,
লোভনীয় সুখ ,সুপ্ত এই কাননে,মায়াবী বাহুডোরে।
মন সৈকত আজ বড়ই উত্তাল,স্বপ্নায়ত মুগ্ধ আঁখিপাতে,
ছল ছল ঢেউ এর তালে মন মাতাল শুক্লাকাশে, নক্ষত্রের নিশিতে।
বাসনা যত মন আঙ্গিনায় গুপ্ত গাঢ় পরশে,
সুদূর গিরির গোধূলি রঙিন জটা, খুঁজবো তোমার আবেশে।
প্রেমের আহ্বানে,মনের সুখ, পেয়েছি প্রাণ ভরে
গভীর শিহরণে,শিহরিত মন গ্রহ আজ ব্যাকুল তোমার তরে।
আজ অর্ঘ্য সোনা আমার ঠোঁটের হাসি অনন্ত দিবা নিশি,
ফুল চন্দন পড়ুক তার হাসিতে,মুগ্ধতায়  ভালোবাসি ।


রচনা
০১।০৮।২০১৪


অনেকদিন পর আজ আসরে ঢুকলাম । দেখলাম অনেক কিছু বদলে গেছে। দুনিয়া বদলশীল তায় হয়তো  বদলেছে । ভালো থাকুন সবায় ।