গৃহকর্মে নারী পুরুষের রীতি মানে,চলনের প্রতিক্ষণে।
বেঁচে থাকতে চাই নিবিড় সুখে আত্নসম্মানে।
গুপ্ত সুখের অন্বেষণে নারী সব সপে দেয় স্বামীর পদতলে,
কত দিবানিশি কষ্টের সুমুদ্র নারী, তবুও শান্ত সংসারপুরে ।  
অহরহ দণ্ডনীতি, ভেদনীতি,পুরুষের রীতি বলে,
সোনায় সোহাগা,নারীদেহ  তবু ও পুড়ে মারে অনলে।
নারী,গর্ভধারিনী,জগত জননী, সর্বশ্রেষ্ঠ মানবী,
তবু ভাগ্যের চাকা ঘুরায় পুরুষের রীতি,যেন অবাঞ্চিত অবনী ।
ধৈর্যক্ষমা নারীর উজ্জ্বল সূর্য জীবনের প্রতিপলে,
অন্তরের শিখাদগ্ধ সব কষ্ট নারী,ছুড়ে ফেলে দেয় মমতার বলে।
স্বর্ণলতা নারী যদি কভু হয় ,রাহুগ্রস্ত শশী,
সংসার অসার বিশ্বজগন্ময়ে জ্বলবে জ্বলন্ত মশী ।  
নারী সর্বসুখ, সর্বসঙ্গ, সর্বৈশ্বর্যময়,  
নারীর আঁচলে খুঁজে ফিরে পুরুষ সকল আশ্রয়।