হে চাঁদ,তুমি সরে যাও,আমার মনের আঙিনা থেকে
আমার প্রিয়তম,আমায় দেখবে যতন করে,ভালোবেসে,
স্নেহসুধা বিলিয়ে দিবে,কৃষাণের মাঠে,নয়নে,অধরে।


হে রজনী,তুমি ভোর না হও, থাকো আঁধারের রূপে
আমার প্রিয়তম,ভাসাবে,তাঁর নীরব স্নেহে বুকের পাজরে,
পুরবীরাগিণী সুরে সুরেলা ললিতায়,পূর্ণতায় এনে।


হে প্রভাত তুমি দুপুর না হও,থাকো কুয়াশায় ঘিরে
আমার প্রিয়তম শিশিরে স্নান করাবে,বেলী ফুলের গ্রাণের সোপে,
আমি সুগন্ধিতে ভাসাবো রঙিন মন,অন্তরে ,তাঁর অন্তরালে।


হে কবিতা,তুমি প্রসব করো,আমার কাব্যিক মনের মাঝে,
আমার প্রিয়তম,শিখাবে ভাষা,প্রেমের কবলে ফেলে উষ্ণতায়,
রবীন্দ্রনাথ কে লিখবো কবিতার ছলে,শব্দের উপমার বাসরে।