তোমায় নিয়ে লিখতে ইচ্ছে করে
তোমায় নিয়ে বলতে ইচ্ছে করে।
তোমার মায়া,তোমার আদর,
তোমার ভালোবাসা,,
তোমায় নিয়ে লিখতে ইচ্ছে করে।
ইচ্ছে গুলোকে পূর্নতা দিতে,
লিখতে বসেছিলাম.....
কালো বলপয়েন্ট কলম নিয়ে,
সাদা পাতার প্রিয় ডাইরিটায়
কলম এর কালি পড়তেই
সব ইচ্ছেরা উড়ে গেলও!!
হুট করে মনে পড়লো
তুমি ও তো উড়ে গেছও,
মিথ্যা অপবাদ আর
নিদারুন অভিনয়ে
আমায় ফেলে উড়ে গেছও!
কাঁপতে থাকা হাত
অঝরে বেয়ে পড়া চোখের জল,
আমায় স্তব্ধ করে দেয়।
আমি আর লিখতে পারি না,
আমি আর বলতে পারি না।