বহুদিন পরে তার সাথে হলো আজ চোখাচোখি,
নিয়তির পরিহাসে আমি আজ তার মুখোমুখি।
বাকরূদ্ধ দুজনেই করলো সে মাথা নীচু,
বুঝিলনা কেউ,এরই মাঝে ঘটে গেল কতকিছু।
উঠিলনা মাথা তার, নতশিরে গেল অন্য ঘরে, অন্দরমহলে, ডেকে নিয়ে গেল মোরে ক্ষনকালপরে বসতেই হল সামনে তার, আবার হল চোখাচোখি, নিয়তির পরিহাসে আমি আজ তার মুখোমুখি।
আঁখি মোর ছলছল তবুও চোখে দিয়ে ধূলো, জিজ্ঞাসিলাম তারে, কেমন আছো বলো?
এক কথায় দুই কথায় উঠে আসি স্মৃতি,
মনে যত কথা ছিলো করিলাম সব আবৃত্তি।
মনে পড়ে যায় ইচ্ছামতীর বাঁকে তুমি আমি দুজনে,
দূর থেকে কথা হতো নয়নে নয়নে।
কখনো বা চুপিসারে, মোটর সাইকেলে অভিসারে
সাক্ষী শুধু নীম পেঁচা আর ঘন অন্ধকার।
কখনো বা ক্যাটবেরিটা ছুঁইয়ে আমার মুখে,
ভাগাভাগি করে নিতে তুমি মনের সুখে।
ভাবতে ভাবতে চমক ভাঙে তোমারই হাতের ছোঁয়ায়,
চেয়ে দেখি স্বপ্ন নয় আছি এই দুনিয়ায়।
সুখের সে অনুভূতি বহুদিন পরে,
এক নিমেষে, দোলা দিল মনের ঘরে।
ফিরিয়ে দিলে মুখের হাসি একটি দিনের তরে,
তারপর আবার হারিয়ে গেলে অন্ধকারের ভিড়ে।
ভুলতে পারিনা তোমায় আমি নাইবা হলো দেখাদেখি,
মনে পড়ে যায়, শুধু তুমি আমি বসে আছি মুখোমুখি।।