মধুময় মৃদু বাতাস বহিছে বিকাল বেলা
শুন্য আকাশে ভেসে চলেছে রঙিন মেঘের ভেলা।
বিকাল গড়িয়ে গেল পাখিরা খুজিল বাসা
এমন সময় মুষলধারে নেমে এল বর্ষা।
একদিন নয়, দুইদিন নয় চলিল বর্ষাধারা
মাঠ ঘাট সব ভরিয়া গেল নদীও ভরা ভরা।
ব্যাঙেদের যেন দূর্গোৎসব মেতেছে সকলে ওরা
উচ্চস্বরে আওয়াজ করে বলছে যেন ছড়া।
মাছ গুলো সব নৃত্য করে লাফিয়ে বেড়ায় জলে
মূর্খ জেলে বোঝে না সেসব জাল ফেলে দেয় জলে।
জানালা খুলে বাইরে দেখি ঝিরি ঝিরি কলরবে
মাটির ডাকে বৃষ্টিরা সব পড়েছে ঝরে ঝরে।
মেঘের কাছে হার মেনেছে লুকিয়েছে আজ রবি
বৃষ্টি ধারায় খুজে পেয়েছি তোমার মুখের ছবি।
নেমেছে আজ দারুণ বর্ষা এমন বাদল দিনে
মেঘে মেঘে ছেয়েছে আকাশ তোমায় পরেছে মনে।