রাত্রী যখন সকাল হবে বেজে উঠবে সানাই
বিয়ে বিয়ে রব উঠবে তোমার আঙ্গিনায়।
সাজবে তুমি বধূ বেশে আসবে নতুন বর
এক নিমেষেই আপন মানুষ হয়ে যাব পর।
আসবে তুমি ছাদনাতলা করবে শুভদৃষ্টি
মালাবদল হবে তোমার মেনে বাংলা কৃষ্টি।
জ্বলবে আগুন দুই প্রান্তে একটি সিঁদুর দান
অন্যটিতে থাকব আমি শূন্যে রবে প্রান।
শ্বশুরবাড়ি যাবে তুমি দেবে গঙ্গাধারা
অন্য পথের যাত্রী আমি দেবে গোবর ছড়া।
একটিবার দেখে যেও ওগো অবুঝ মেয়ে
বর সেজে শুয়ে আছি সাদা কাপর গায়ে।
করবে তুমি অভিসার ফুল সাজানো ঘরে
আমার মধুর মিলন হবে চিতা বাসর ঘরে।