এই আমাদের  ভারতবর্ষ আমরা ভারতবাসি।
মা যেন আজ মূল্যহীন মাসীর দরদ বেশি ।
বাঙালিবাবু কোথায় গেল কেউ জানে না তাই।
দেশের  মানুষ বদলে গেছে আগের  মত নাই।
নতুন নতুন পোষাকের ভীরে ধুতি পরবে কে।
সরস্বতীপূজা হয়েছে এখন ভ্যালেনটাইন ডে।
স্বদেশ ছেরে বিদেশ যেন মায়ের পেটের  ভাই।
বাঙালিবাবুর পোষাক দেখে চেনার উপায় নাই।
চাষীর ঘরে নবান্ন নেই লক্ষ্মী গেছে ছেরে।
পৌষপার্বন হাড়িয়ে গেছে ডিসেম্বরের ভীরে।
নেতাজীর জন্মদিন কিংবা ক্ষুদিরামের ফাঁসি।
ভগৎ সিং এর আত্মত্যাগ  ভুলেছে ভারতবাসী।
চকলেট ডে কিস ডে রোজ ডের মত।
কত শত ডে রয়েছে হাজার শত শত।
বাদ নেই কোনো ডে নষ্টামির ছলে।
এইভাবে ভারতবাসী যাচ্ছে রসাতলে।
কার দোষ দেব বলো শিক্ষা নেই ঘরে।
অমানুষ জন্ম নিচ্ছে পড়াশোনা করে।
কোথায় আমার ঐতিহ্য আর কোথায় আমি বসে।
ভাবছে সুদেব একা একা লিখছে দিবাশেষে।
কোথায় সেই ভারত সন্তান  বাংলার ঘরে ঘরে।
মায়ের চরনতলে করবে পুজো থাকবে ঊচ্চশিরে।