কে তুমি নারী? মাখিয়েছো রং মোর মুখে
মুখেতে সে রং লাগেনি আমার, লাগেনি মোর বুকে |
শিহরিত হয়ে উঠেছিল মন দুরু দুরু করে
নিরাশার স্বপ্ন বাসর বেধেছিলাম মনের ঘরে |
কে তুমি নারী? মাখিয়েছিলে রং শুভদিন শুভক্ষনে
লাগেনি সে রং গায়েতে আমার লেগেছে রং মনে |
মাখিয়ে সে রং দূরে গেছো  চলে
একাকি গগনে দুটি ডানা মেলে |
তবু যেন সেই হাতের পরশ বারবার করে
আজও আমায় উদ্বেলিত করে নিশিতের অন্ধকারে |
এগোবে সময় এগোবে বছর কথা হবে গীতিময়
যেনে রেখ তুমি, উঠিবে না এই রং আর কোনোদিন কোনো সময় ||