তুমি যদি বলো আকাশ ছাড়িয়ে তারাতেও নেব ঠাই ,
তুমি যদি বলো আগুনে পুড়িতেও নাই মোর কোনো ভয় ।
তুমি যদি বলো সাগর সেচিয়া মানিক আনিব খুঁজে ,
তুমি যদি বলো কাঁটার উপরে পা দেবো চোখ বুজে ।
তুমি যদি বলো আমি সাত সমুদ্র পাড় করে ,
ছুটে যেতে পারি সেই স্বর্গ রাজ্যের ঘরে ।
তুমি যদি বলো আকাশে ছুটিয়া তারাদের এনে ধরে,
সাজিয়ে দেবো তোমারি কপালে পরির মত করে।
তুমি যদি বলো আমি হব ওগো ছোট্ট শিশির কণা ,
তুমি যদি বলো পাতাল ফুড়িতেও শুনিব না কারো মানা ।
তুমি যদি বলো মহাদেব হয়ে গরল করিব পান,
তুমি যদি বলো অজানায় আমি নিজেকে করিব ম্লান ।
তুমি যদি বলো বাঁশির সুরেতে আসব তোমার কাছে,
তুমি যদি বলো ফুল হয়ে আমি ফুটবো গোলাপ গাছে ।
তুমি যদি বলো জাহাজের মুখে নৌকা ভীড়াতে পারি,
তুমি যদি বলো বিদায় নেব পৃথিবীর মায়া ছাড়ি।
তুমি যদি বলো আমি কলম্বাসের মতো হয়ে ,
নতুন দেশ খুঁজিতে পারি তোমার পরশ পেয়ে।
তুমি যদি বলো হাতির গলাতেও পরাতে পারি দড়ি,
তুমি যদি বলো চাঁদের বুকেতেও দিতে পারি আমি পাড়ি ।
তুমি যদি বলো সিংহের সহিতে যুদ্ধে রহিব রত ,
তুমি যদি বলো বীরের দেশে প্রাণ নেব শত শত ।
বললে না তুমি কোনো কথা আজও একটি কথা ছাড়া,
প্রাণ বায়ু মোর থেমে গেল আজ হয়েছি সর্বহারা ।
বাঁকা পথ ছেড়ে সরল পথে ধরেছ তুমি পাড়ি,
আবেগের পথে পথ হাটি তুমি চলে গেছ সব ছাড়ি।
বসন্ত এসেছে তোমারি ঘরে ফুটেছে নতুন ফুল,
জোয়ার এসেছে নদীতে তোমার ভাসিয়েছে দুই কুল ।
ভালোবেসে তুমি ফুলের মালা দিয়েছ অন্য গলে,
ভেঙে দিয়েছ স্বপ্ন আমার পুতুল খেলার ছলে ।
তবুও তোমায় ভালোবাসি আজও তুমি যে আমার সাথী ,
তোমায় ভেবে দিন কেটে যায় সপ্তাহ -দিন- রাতি ।
সুখে আছ তুমি ভালো আছো তুমি এই তো আমার সুখ,
নরকের মাঝে স্বর্গ খুঁজে পাই দেখলে তোমার মুখ।
তোমারে দেখিতে ছুটে আসি তাই বুঝেছ গাঁয়ের মেয়ে ,
বার বার তাই দুচোখ মেলে দেখছি তোমায় চেয়ে ।।