আর্তনাদ
সুধীর দাস
হারাতে হারাতে ছিন্নমূল হয়ে গেছি
আঘাতের ব্যথাস্রোতে বুকে রক্ত ঝরে
প্রতিকূল ভাষাস্রোতে তরী ডুবে মরে
বাঁচার আকাঙ্ক্ষা ব্যর্থতায় বেচি।
আলোহীন দিশপথে বাজে একতারা
আকাশের তারা খসে যতিচিহ্ন মেপে
শব্দ সুর বিষাদের ওঠে কেপে কেঁপে
সুখ পাখি চলে গেছে আমি সাথীহারা।
আত্মরতি উপভোগ অন্তিম আগুনে
সবকিছু পুড়ে গেছে আজ লক্ষ্মীছাড়া
স্মৃতির লহর বাজে স্বরলিপি হারা
উষ্ণতার ঠোঁট শুষ্ক নির্লিপ্ত ফাগুনে।
হিরণ্য নিভৃতে তবু তার ডাকি নাম
ফোঁটা ফোঁটা চোখে জল দিয়ে দাম।
কলকাতা,রাত ১২ জানুয়ারি -২৩