একজন কবি ভূমিহীন যাযাবর


সুধীর দাস


চোখের আকাশে শব্দের বলাকা ওড়ে
চাঁদের জ্যোৎস্না ছুঁয়ে বানায় নৈসর্গিক পাহাড়
কালের নগ্নতা ছিড়ে বসন্তের গান শোনায়।


শকুনের থাবায় রক্তাক্ত স্বদেশ
গণতন্ত্রের শবদেহ পোড়ায়
সম্রাজ্যবাদের কালো থাবা।


কিছু ক্ষুধার্ত মানুষ নিঃসঙ্গ অসহায়
নেংটি পরা দেহ
হাতে শূন্য ছিদ্র বকরা বাটি
এ্যাবরো থ্যাবরো পাঁজর
ক্ষুধার্ত শকুনের সাথে সখ্যতা।


খাদ্য সংগ্রহের ভূখা লাইন
রুদ্র ক্লান্ত দেহ, তামাটে
পুলিশ আইন শেখায় শৃংখলার
গণতন্ত্র রক্তচক্ষু দেখায়।


একজন কবি ভূমিহীন
উদ্বাস্তু যাযাবর!


শব্দ চাষ করে
শব্দচাষী
কবিতার আঁতুড়ঘরে
কবিতা ফলায়
নক্ষত্র ছুঁই ছুঁই
বাঁচার চাঁদ জ্যোৎস্নায়।


২২,০৫,২১