যদি ভালোবাসো


সুধীর দাস


যদি ভালোবাসো
সামনে এসে দাঁড়াও
চোখে চোখ রেখে গিলে খাও চোখের গোলাপ
হাত ধরো, চুমু খাও।


যদি ভালোবাসো
সামনে এসে দাঁড়াও
দু হাত পেতে বুকে টেনে নাও, আদর করো
বিণুণী করো দুই হাতে হাতে চুলের সিঁথিতে
পিঠে, কপালে, গালে।


তারপর,
শিহরণ জাগাও নাভিমূলে
খুঁজে নাও
ভালবাসার রক্তপদ্ম কস্তুরী


আর কতো ধূপের মতো হৃদয় পোড়াবে?


কলকাতা, ২ ডিসেম্বর-২৩