হিমালয় হতে কন্যাকুমারিকার
রক্তস্নাত এই যজ্ঞবেদীর মিলন-তীর্থ
শত সহস্র মহামানব বাঁধিয়াছে ঐক্য
মিলিত হইয়াছে সাধন চিত্ত ।
এক জাতি এক প্রাণ চেতনার
গড়িয়াছে বীর শহীদেরা রক্তস্নাত যৌবন,
ধর্মে আনিয়াছে নিরপেক্ষতা
কর্মে আনিয়াছে সংহত মেলবন্ধন ।
চোখে সবার স্বপ্নের ফল্গুধারা
বক্ষে জাগিয়াছে অমিত শক্তি
বাহুতে বর্ষিত অগ্নিক্ষরা লেখনী
আপামর জনতার মাঝে জাগে আর্তি ।
জীবন বাঁধিয়াছে সঙ্গীতের কলতানে
ঘটিয়াছে লহরীর মূর্ছনা,
সংগ্রামী সাধনার আপামর জনতা
লভিয়াছে উদ্ভাসিত প্রেরণা ।
রক্তস্নাত যজ্ঞবেদীর মহামিলন তীর্থে
আসিয়াছে জনতার আদালতে স্বাধীকার
রঙীন-শৈল্পিক জীবন বিকাশে
আসিয়াছে বিবেক বোধের স্ফুরিত অঙ্গীকার ।