সভ্যতার বুক চিরে চলিয়াছি
দূরে, বহুদূরে
অবক্ষয়ের সুউচ্চ পর্বত ডিঙিয়ে
চলতেছি রক্তাক্ত প্রাণের শোষণতীরে -
অনল অশনি সঙ্কেতে
দেখি মানব সাগরে দানব অক্টোপাস,
বিচিত্র বেদনাবহ নীরব সভ্যতার
ঘটাইছে তারা নির্মম সর্বনাশ ।
প্রাণ গরিমায় গভীর হাসি দেখি
দেখি কোথাও বেদনার্ত কান্না, হাহাকার
জনাকীর্ণ- মেকি সভ্যতা আঙিনায় ।
দেখি তমসাচ্ছন্ন তুরঙ্গ বন্যা
কোথাও- প্রকৃতির বনানী কলতানে
মানবের মোহময়ী বদনে ।
শোষিত মানুষের নির্বিকল্প- সমাধি
সভ্যতা রহিছে আনমনে ।
কোথাও উদিতেছে ঝড়-
বিচিত্র এ- সমাজ রোমাঞ্চকর ।
কোথাও দেখি অবক্ষয়ের অশনি
সন্ত্রাসের রণরণি ।
রক্তাক্ত প্রাণের বিনিদ্র যন্ত্রণায়-
মেকি সভ্যতা প্রহসন -
আত্মার আত্মীয় আজি মানবের দুশমন
উবিয়াছে এ সভ্যতায় মানবের জীবন আকর্ষণ ।